নির্বাচনের আগে হামলার আশঙ্কা সংখ্যালঘু নেতাদের

ballot box
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যেতে পারে বলে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা আশঙ্কা করছেন। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা তাদের এই শঙ্কার কথা জানান।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা গণসমাবেশ করবেন। সেখানেই রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক জোট নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাবেন। এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওই নেতা আরও বলেন, গত কয়েক বছরের তুলনায় দেশে সংখ্যালঘু ও উপজাতিদের ওপর আক্রমণের ঘটনা কমে আসলেও হুমকি এখনও রয়ে গেছে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, চলতি বছরে আগস্ট মাস পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৩৮০ জনের ওপর আক্রমণ হয়েছে।

ঐক্য পরিষদের নেতারা জানান, ২০১৬ সালে সংখ্যালঘুদের ওপর ১,৪৭১টি হামলার ঘটনা ঘটেছিল। ২০১৭ সালে এই সংখ্যা কমে হয় ১,০০৪।

Comments

The Daily Star  | English

Portfolios of 7 advisers redistributed in major shakeup

Sk Bashir Uddin gets commerce, textile ministries; Farooki gets cultural affairs ministry

2h ago