লিংলের লাল কার্ড ভুল, বললেন সেই খেলোয়াড়ই
জিরোনার মিডফিল্ডার পেরে পনসকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন বার্সেলোনার ক্লেমো লিংলে। ফলে ১০ জনের বার্সা ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল জিরোনার সঙ্গে। অথচ ম্যাচ শেষে সেই পনসই জানালেন লাল কার্ড প্রাপ্য ছিলেন না লিংলে।
ম্যাচের ৩৫ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পনসের সঙ্গে বল দখলের লড়াইয়ে জিতলেও শেষ মুহূর্তে লিংলের কনুই লাগে পনসের মুখে। পরে ভিএআর দেখে লিংলেকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতে অবাক হয়েছেন পনস নিজেও।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, ‘আমরা দুই জনই বল দখলের জন্য শতভাগ চেষ্টা করেছিলাম। এটা ঠিক আমি আঘাত পেয়েছিলাম কিন্তু আমি উঠে লিংলের কাছে দুঃখ প্রকাশ করি। এবং তার কাছে হাত বাড়িয়ে দেই কারণ আমরা ফ্রি-কিকটি পাই। আমরা হাত মেলাই। প্রথমে ভেবেছিলাম আমিই ফাউল করেছিলাম।’
‘এখানে কারও ভুল ছিল না। দিন শেষে এটা নির্ধারণ করেছে তৃতীয় পক্ষ। ভিএআর। তার কনুই লেগেছে এটা আমি দেখিওনি। এটা ইতিহাসের প্রথম লা কার্ড যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ই দুঃখ প্রকাশ করেছে। আমি ভেবেছিলাম ফাউল কে করেছে এটা দেখার জন্য ভিএআর নেওয়া হয়েছে। ভাবিইনি লাল কার্ড দেখাবে।’- যোগ করে আরও বলেন পনস।
ঘটনার আগে লিওনেল মেসির গোলে এগিয়ে ছিল বার্সেলোনাই। তবে ১০ জনের বার্সা এরপর আর কুলিয়ে উঠতে পারেনি। এক পর্যায়ে তো পিছিয়েই ছিল। পরে জেরার্দ পিকের গোলে ড্রয়ের মেনে মাঠ ছাড়ে তারা।
Comments