‘উইপোকা’ মন্তব্য: তোপের মুখে অমিত শাহ

ভারতে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে মন্তব্য করায় দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সে দেশের গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন।
Amit Shah
বিজেপি সভাপতি অমিত শাহ। ছবি: সংগৃহীত

ভারতে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে মন্তব্য করায় দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সে দেশের গণমাধ্যমের তোপের মুখে পড়েছেন।

আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, দেশটির সংবাদমাধ্যমগুলো বিজেপি সভাপতির কাছে জানতে চেয়েছে, অবৈধ বাংলাদেশিরা যে ভারতে রয়েছেন তার প্রমাণ কি?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর সম্পাদকীয়তে বলা হয়, “দুর্ভাগা জাতিগুলো এমন কথা ‘কুকথা’ আগেও শুনেছে। এ ধরনের সমাজে সংখ্যালঘুদের শত্রু হিসেবে দেখা হয়।”

পত্রিকাটি অমিত শাহের মন্তব্যকে জার্মানির নাৎসিযুগের সঙ্গে তুলনা করেছে।

দেশটির অপর প্রভাবশালী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়তে বলা হয়, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে অমিত শাহের মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উন্নয়ন প্রচারণার বিরুদ্ধে গিয়েছে।

বিজেপি নেতার এমন মন্তব্যকে মেক্সিকান অভিবাসীদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের “ধর্ষক” মন্তব্যের সঙ্গে তুলনা করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশিরা ‘উইপোকা’, বেছে বেছে তাড়াবো: বিজেপি সভাপতি

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago