ফাইনালে যেতে পারবে তো বাংলাদেশ?
আরেকটি এশিয়া কাপে ফাইনালে উঠার দ্বারপ্রান্তে বাংলাদেশ। বুধবার পাকিস্তানকে হারালেই মিলবে ফাইনালের টিকেট। সর্বশেষ তিন এশিয়া কাপের দুবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার ফাইনালে উঠলে এশিয়া কাপে সাফল্যের ধারাবাহিকতায় যোগ হবে আরেকটি পালক। এইটুকু আসতে অবশ্য বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে দলকে। সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড গরম আর দলে চোট সমস্যা তো ছিলই। হুট করে দুই ক্রিকেটার ইমরুল কায়েস আর সৌম্য সরকারকে স্কোয়াডে যোগ করা নিয়েও ছিল বিস্ত্র সমালোচনা। আপাতত সব চাপা দিয়ে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠার সম্ভাবনা জাগিয়ে তুলেছে মাশরাফি মর্তুজার দল। এশিয়া কাপে বাংলাদেশ দলের হালচাল, ফাইনালে উঠার সম্ভাবনা। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক। ইত্যাদি বিষয়ে একুশ তাপাদারের সঙ্গে আলাপ করেছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি ও মাসুদ পারভেজ।
Comments