এশিয়া কাপের যে ইতিহাস পক্ষে আছে বাংলাদেশের

Bangladesh Team

এবারের এশিয়া কাপে এরমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। আজ আবুধাবিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী হবে ভারতের ফাইনালের প্রতিপক্ষ। ফাইনালে উঠার লড়াইয়ে নামার আগে এশিয়া কাপের একটি ইতিহাস পক্ষে কথা বলছে বাংলাদেশের। ১৯৮৪ সাল থেকে এই পর্যন্ত এশিয়া কাপের তেরো আসরে মধ্যে একবারও যে ফাইনালে দেখা হয়নি ভারত-পাকিস্তানের।

১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতেই বসেছিল এশিয়া কাপের প্রথম আসর। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ভারত। এরপর আরও পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের ছয় শিরোপার পর পাঁচ ট্রফি নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। ২০০০ এবং ২০১২ দুবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। মজার কথা হলো ওই দুই আসরই হয়েছিল বাংলাদেশে।

সবচেয়ে বেশি ছয়বার ফাইনালে দেখা হয়েছে ভারত ও শ্রীলঙ্কার। এশিয়া কাপের আগের তিন আসরের মধ্যে দুবার ফাইনালে গিয়ে শিরোপার খুব কাছে গিয়ে হতাশায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের দুবার ফাইনালের প্রতিপক্ষ ছিল ভারত ও পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরের ফাইনালও খেলে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ জিতে গেলে টানা দুই এশিয়া কাপে ফাইনালে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ।

ফাইনালে উঠার লড়াইয়ে অবশ্য খানিকটা সুবিধাজনক অবস্থায় পাকিস্তান। নিরাপত্তার কারণে অনেকদিন থেকেই দুবাই আর আবুধাবি পাকিস্তানের হোম ভেন্যু। এখানকার কন্ডিশন ভীষণ চেনা তাদের। অপরদিকে এশিয়া কাপ খেলতে প্রচণ্ড গরমে বেশ অস্বস্তিতে ভোগা বাংলাদেশ আছে টানা খেলার ধকল নিয়ে। দলে আছে চোট সমস্যাও।

সুপার ফোরের আগের ম্যাচে আবুধাবিতেই আফগানিস্তানকে শেষ ওভারে গিয়ে ৩ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। এর আগে আফগানদের শেষ ওভারে হারিয়ে যাওয়ার পর ভারতের কাছে দুবাইতে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago