ছবি প্রযোজনায় শাহরুখ খান
অভিনয় করে বাকি জীবন কাটিয়ে দেওয়ার বিষয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে তিনি নতুন কিছু করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন। এবার জানা গেলো চলচ্চিত্র প্রযোজনা শুরু করতে যাচ্ছেন বলিউডের এই শীর্ষ অভিনেতা।
সূত্রের বরাত দিয়ে বিনোদন সংবাদমাধ্যম বলিউডহাঙ্গামা জানায়, “পরিচালক আনন্দ এল রাই ‘জিরো’ সিনেমা বানাতে গিয়ে অভিনেতা শাহরুখ খানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েছেন। এখন আনন্দ ও শাহরুখ প্রস্তুতি নিচ্ছেন দুজনে মিলে সিনেমা প্রযোজনার কাজে হাত দেওয়ার।”
এর মাধ্যমে তাদের বন্ধুত্ব নতুন এক উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সূত্র বলে, আগামী পাঁচ বছরে আনন্দ ও শাহরুখ মজার মজার বিষয় নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন।
‘চাক দে! ইন্ডিয়া’-অভিনেতার পছন্দ এমন কয়েকটি ছবি প্রযোজনা করেছেন ‘জিরো’ পরিচালক। ছবিগুলোর তালিকায় রয়েছে ‘নিউটন’, ‘মুক্কাবাজ’, ‘শুভ মঙ্গল সাবধান’ এবং ‘মানমারজিয়ান’।
উল্লেখ্য, শাহরুখকে নিয়ে আনন্দের ‘জিরো’ আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Comments