৯৯ তে বাংলাদেশের প্রথম ‘দুর্ভাগা’ মুশফিক
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে বিপর্যয়ে পড়া দল তার ব্যাটেই আশা দেখছিল। মুশফিকুর রহিম খেলছিলেনও দারুণ। তবে ৯৯ রানে আউট হয়ে দুর্ভাগ্যজনক এক রেকর্ড সঙ্গী হয়েছে তার। যেকো ফরম্যাটে ৯৯ রানে আউট হওয়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যে তিনিই। এশিয়া কাপেও মুশফিকের আগে কোন ব্যাটসম্যান ৯৯ রানে আউট হননি।
নেমেছিলেন দলের বিপর্যয়ে। নামার পর বিপর্যয় ঘনিয়েছে আরও। ১২ রানে ৩ উইকেট খুইয়ে খাদের কিনারে থাকা দলকে দারুণ ব্যাটিংয়ে টেনে তুলেছেন মুশফিক। মনে হচ্ছিল অনায়াসে পেতে যাচ্ছেন টুর্নামেন্টে আরেকটি সেঞ্চুরি। যদিও ডিহাইড্রেশনে শরীর বাধা হয়ে দাড়াচ্ছিল। প্রতিকূলতা নিয়েও এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের দিকেই। শাহিন আফ্রিদিকে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি মেরে পৌঁছে গিয়েছিলেন ৯৯ রানে।
সেখানেই ভুল। পরের বলেই তাকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। সব সংস্করণ মিলিয়ে এর আগে ৯০ এর ঘরে মোট চারবার থেমেছিল মুশফিকের ইনিংস।
এর আগে চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে মুশফিক যোগ করেন ১৪৪ রান। জুটিতে তিনিই ছিলেন অগ্রনী। ৭৮ রানই এসেছে তার ব্যাট থেকে। ৯৯ রানের ইনিংসে মুশফিক শুরু থেকেই ছিলেন সাবলীল। দারুণ সব শটে মেরেছেন ৯ বাউন্ডারি।
Comments