দুই মিনিটেই বার্সেলোনাকে স্তব্ধ করে দিল লেগানেস
ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতেই। শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটেই ডিফেন্ডারের ভুলে লণ্ডভণ্ড হয়ে যায় দলটি। ফলে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ১-২ গোলের ব্যবধানে ম্যাচটি হারে লিওনেল মেসির দল।
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। চার ডিফেন্ডারকে কাটিয়ে ফিলিপ কৌতিনহোকে বল বাড়ান মেসি। সে বল ধরে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান। দুই মিনিট পর লক্ষ্যে দারুণ এক শট নিয়েছিলেন মেসি। কিন্তু তার শট বারে লেগে ফিরে আসে।
৫২ মিনিটে সমতায় ফেরে লেগানেস। পাল্টা আক্রমণ থেকে জোনাথন সিলভার ক্রসে দারুণ এক হেড করে জালের ঠিকানা খুঁজে নেন মরক্কোর মিডফিল্ডার নাবিল এল ঝার। পরের মিনিটে আবার গোল। এবার বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকের ভুলে গোল পায় তারা। পাল্টা আক্রমণে পিকে ঠিকঠাক ভাবে বল বিপদমুক্ত করতে না পারলে ফাঁকায় বল পেয়ে টের-স্টেগেনকে পরাস্ত করেন অস্কার রদ্রিগেস।
এর পর গোল শোধ করতে মরিয়া হয়ে খেলে বার্সেলোনা। কিন্তু গোলের দেখা পায়নি। ফলে মৌসুমের প্রথম হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩। একই দিনের অপর ম্যাচে সেভিয়ার কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় শীর্ষেই আছে দলটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
Comments