সেভিয়ার কাছে পাত্তাই পেল না রিয়াল

ড্র করলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ। কারণ আগের ম্যাচেই হেরে গেছে বার্সেলোনা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ড্র তো দূরের কথা সেভিয়ার কাছে পাত্তাই পায়নি দলটি। মৌসুমের প্রথম হার দেখেছে তারা। ০-৩ গোলের ব্যবধানে ম্যাচটি হারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ড্র করলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ। কারণ আগের ম্যাচেই হেরে গেছে বার্সেলোনা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ড্র তো দূরের কথা সেভিয়ার কাছে পাত্তাই পায়নি দলটি। মৌসুমের প্রথম হার দেখেছে তারা। ০-৩ গোলের ব্যবধানে ম্যাচটি হারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ আগ্রাসী ফুটবল খেলতে থাকে সেভিয়া। একের পর এক মুহুর্মুহু আক্রমণে ব্যস্ত রেখে প্রথমার্ধেই তিন গোল আদায় করে দলটি। গোল হতে পারত আরও বেশি। একটি শট ফিরে আসে বার পোস্টে লেগে।

ম্যাচের ১৭ মিনিটে হেসুস নাভাসের পাস থেকে আলতো টোকায় দলকে এগিয়ে নেন আন্দ্রে সিলভা। চার মিনিট পরই পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। হেসুস নাভাসের শট ঝাঁপিয়ে পরে ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিরতি বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন সিলভা।

২৩ মিনিটে গ্যারেথ বেলের শট বার পোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় রিয়াল। ৩২ মিনিটে বার পোস্ট হতাশ করে সেভিয়াকেও।ফ্রাঙ্কো ভাকুয়েজের শট বাড়ে লেগে ফিরে না আসলে ব্যবধান বাড়াতে পারত দলটি। তবে ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান বেন ইয়েদের। ভাকুয়েজের হেড থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসি ফরোয়ার্ড।

তিন গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে গোল আদায় করতে পারেনি। ৬০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বেল। ফলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো সেভিয়া।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago