কংগ্রেস নেত্রীর টুইট বোমা ‘মোদি চোর’

টুইটারে ‘চোর’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের একজন কংগ্রেস নেত্রী। তার নাম দিব্যা স্পন্দনা। উত্তর প্রদেশের কংগ্রেসের মিডিয়াপ্রধান হিসেবেও যুক্ত রয়েছেন দিব্যা। একজন জনপ্রিয় অভিনেত্রীও তিনি।
Narendra Modi
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

টুইটারে ‘চোর’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের একজন কংগ্রেস নেত্রী। তার নাম দিব্যা স্পন্দনা। উত্তর প্রদেশের কংগ্রেসের মিডিয়াপ্রধান হিসেবেও যুক্ত রয়েছেন দিব্যা। একজন জনপ্রিয় অভিনেত্রীও তিনি।

উত্তর প্রদেশের বিজেপি ঘনিষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাওয়ান আহমেদ গতকাল (২৬ সেপ্টেম্বর) ভারতের তথ্যপ্রযুক্তি আইনে দিব্যা স্পন্দনার বিরুদ্ধে মামলা করেন।

এর আগে দিব্যা টুইট করে মোদিকে ‘চোর’ বলে মন্তব্য করেছিলেন গত ২৪ সেপ্টেম্বর।

কিন্তু গতকালকে মামলা হওয়ার পরপরই তিনি দ্বিতীয়বারের মতো একই মন্তব্য করে ভারতের গণমাধ্যমে তুমুল আলোচনার ঝড় তোলেন।

Divya Spandana
ভারতের উত্তর প্রদেশের কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। ছবি: সংগৃহীত

গত সন্ধ্যায় করা দিব্যা সামাজিক মাধ্যমে লিখেন, “আমার সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার টুইট এখনো, আজও যারা লাইক করে সাড়া দেননি তাদের আমি আসলে কী বলতে পারি বলুন।”

দ্বিতীয় টুইটে দিব্যা বরং সবাইকে আরও বেশি করা লাইক ও কমেন্ট করার অনুরোধ করেন। বলেন, আসুন ওই ‘চোর’ লেখাকে আরও ক্লাসিক করার চেষ্টা করি। কারণ এই রাষ্ট্রদ্রোহী আইনটি ভারত থেকে উঠে যাওয়াই উচিত। কেননা, এই আইনের প্রবল অপব্যবহার হয়।

তিনি এর মধ্যে নির্দিষ্ট করে দিয়ে লেখেন, “যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি কথাটা এখন তাদেরই বললাম।”

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago