নিজেকে আমি সস্তা ভাবি না, ট্রফি দিয়ে বিচার করি না: মাশরাফি

গেল চার এশিয়া কাপে এই নিয়ে তিনবার ফাইনালে উঠল বাংলাদেশ। এশিয়া কাপ ছাড়াও ফাইনালে উঠার নজির আছে আরও তিন টুর্নামেন্টে। এরমধ্যে দুবার অধিনায়ক ছিলেন মাশরাফি মর্তুজা। খুব কাছে গিয়ে একবারও জেতা হচ্ছে না শিরোপা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ায় দেশে হাইপ উঠেছে এবার বুঝি মাশরাফি এনে দেবেন সেই অধরা শিরোপা, বাড়ছে প্রত্যাশার পারদ। কিন্তু মাশরাফি ভাবছেন অন্যভাবে।
Mashrafee Mortaza

গেল চার এশিয়া কাপে এই নিয়ে তিনবার ফাইনালে উঠল বাংলাদেশ। এশিয়া কাপ ছাড়াও ফাইনালে উঠার নজির আছে আরও তিন টুর্নামেন্টে। এরমধ্যে দুবার অধিনায়ক ছিলেন মাশরাফি মর্তুজা। খুব কাছে গিয়ে একবারও জেতা হচ্ছে না শিরোপা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ায় দেশে হাইপ উঠেছে এবার বুঝি মাশরাফি এনে দেবেন সেই অধরা শিরোপা, বাড়ছে প্রত্যাশার পারদ। কিন্তু মাশরাফি ভাবছেন অন্যভাবে।

এশিয়া কাপের ফাইনালের আগের দিন ভারত, বাংলাদেশ কোন দলই অনুশীলন করেনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইসিসি ক্রিকেট একাডেমিতে ভারতের হয়ে কথা বলেছেন শিখর ধাওয়ান। আর বিশ্রামে থাকা বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

বারবার ফাইনালে গিয়ে হারের হতাশা কি এবার কাটাতে পারবে বাংলাদেশ? প্রশ্নকর্তার কথা কেড়ে নিয়ে মাশরাফির জবাব, ‘একটা ট্রফি দিয়ে আমি আমার নিজেকে বিচার করি না। ক্রিকেট একটা ট্রফির জন্য খেলিনি।’

মাশরাফির মতে তরুণ ক্রিকেটারদের সামনে উদাহরণ রাখতে বাংলাদেশের একটা ট্রফি দরকার বটে কিন্তু ব্যক্তি মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করা যাবে না,  ‘ব্যক্তি মাশরাফিকে ট্রফি দিয়ে বিচার করবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না।’

বাংলাদেশ খারাপ করলে ধেয়ে আসে কড়া সমালোচনার ঝড়। তেমনি ভালো করলে থাকে না আহ্লাদের সীমা। বাংলাদেশ অধিনায়ক ক্রিকেটীয় বোধ দিয়ে সমস্ত কিছু দেখার বার্তা দিলেন সমর্থকদের,  ‘বাংলাদেশের জন্য একটা ট্রফি দরকার। আমার বিশ্বাস হয়তবা কোন একদিন ইনশাল্লাহ বাংলাদেশ পারবে। এইজন্য বললাম কারণ তরুণ প্রজন্ম যারা ক্রিকেটের দিকে আসছে। যারা এখন দলে আছে, যারা অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ খেলছে তারা হয়ত আরও বোস্টআপ হবে। এইক্ষেত্রে হয়ত বলতে পারেন বাংলাদেশের একটা ট্রফি দরকার। সেটা এখনি বা কাল না হলে সমস্যা সেটা না। ’

 

 

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago