৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে হানা

প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকে পড়েছে দুর্বৃত্তরা। হাতিয়ে নিয়েছে তথ্য। শুধু তাই নয় নিয়েছে সেসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও- এ কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তাব্যক্তিরা।
facebook
ফেসবুক ফাইল ফটো

প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকে পড়েছে দুর্বৃত্তরা। হাতিয়ে নিয়েছে তথ্য। শুধু তাই নয় নিয়েছে সেসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও- এ কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তাব্যক্তিরা।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা একটি বাগ ব্যবহার করে ফেসবুকের “ভিউ অ্যাজ” ফিচারের মাধ্যমে হানা চালায়। তারপর চুরি করে নেয় ফেসবুকে ঢোকার ‘অ্যাক্সেস টোকেন’। এর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে শুরু করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো।

ফেসবুক জানিয়েছে, তারা এই সমস্যাটি সমাধানের করার চেষ্টা করছেন। এছাড়াও, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে।

এই সমস্যার সমাধান হিসেবে ফেসবুক লগইন ব্যবস্থা রিসেট করছে যাতে নয় কোটি ব্যবহারকারী নিরাপদে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন।

তবে কারা এই হানা দিয়েছে অথবা কোথায় থেকে এমন আক্রমণ হয়েছে তা তাদের জানা নেই বলে ফেসবুক। গতকাল (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, তারা এখনো জানতে পারেনি যে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের তথ্যগুলো দুর্বৃত্তরা অপব্যবহার করেছে কিনা।

রেনডিশন ইনফোসেক এর নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যাক উইলিয়ামস বলেন, চুরি হয়ে যাওয়া ‘অ্যাক্সেস টোকেন’ ব্যবহার করে হামলাকারীরা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হয়তো দেখতে পারবে কিন্তু, তাদের পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

সম্প্রতি, যুক্তরাজ্যের ক্যামব্রিজ অ্যানালেটিকা নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার পর আবার এমন বড় ধাক্কা এসে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীদের ওপর।

Comments

The Daily Star  | English

5 killed as two buses collide in Faridpur

Five people were killed and at least 15 others injured in a head-on collision between two buses in Faridpur early today

8m ago