শিলং কোর্টে সালাউদ্দিনের মামলার রায় পিছিয়ে ১৫ অক্টোবর
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় রায় ঘোষণার দিন পেছালো। আগামী ১৫ অক্টোবর এই রায় ঘোষণা করা হবে শিলং-এর ইস্ট খাসি হিল এলাকার নিম্ন আদালতে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) বিচারিক আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খারসিংয়ের এজলাসে এই রায় ঘোষণা দেওয়ার কথা ছিল।
সেদিন দুপুরে যথারীতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আদালতে পৌঁছান। দুপুর সাড়ে ১২ থেকে দুটো পর্যন্ত তিনি আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু ওই সময় পর্যন্ত বিচারক এজলাসে পৌঁছাননি।
পরবর্তীতে মাধ্যহ্নভোজের জন্য আদালতের কার্যক্রম কিছু সময়ের বিরতিতে যাওয়ার পর আদালতের নিজস্ব ওয়েবসাইটে মামলার রায়ের নতুন দিন ধার্য করে তা প্রকাশ করা হয়।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে মোবাইল ফোনে জানান, আইনজীবী এস পি মহন্ত তাকে টেলিফোনে নতুন তারিখ হওয়ার কথা জানান।
এদিনও তিনি শিলং এর আদালতে ন্যায়বিচার পাওয়ার আশাবাদের কথা জানান।
আইনজীবী এস পি মহন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরবর্তী তারিখ ঘোষণা করে আদালতের নিজস্ব ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এই সংক্রান্ত কোনও কাগজপত্র তিনি এখনো পাননি।
সরকারি পক্ষের আইনজীবী রাজীব নাথ অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
২০১৫ সালে ১১ মার্চ উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য পুলিশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। শারীরিক অসুস্থতার জন্য শর্তসাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
Comments