রাজধানীতে বাসচাপায় ৭১ টিভির কর্মকর্তা নিহত
রাজধানীতে বাসচাপায় প্রাণ হারালেন ৭১ টিভির একজন কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেসরকারি টেলিভিশনটির বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, আজ (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে মার্কেটিং এক্সিকিউটিভ আনোয়ার হোসেন বারিধারা অফিসে যাওয়ার সময় উত্তরাগামী ভিআইপি পরিবহন তাকে চাপা দেয়।
পারভেজ জানান, গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বাসচালক মোহাম্মদ সুজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও, বাসটিকে জব্দ করা হয়েছে।
Comments