সন্ত্রাসী ভেবে অ্যাপল কর্মকর্তাকে গুলি করে মারল ভারতীয় পুলিশ

Vivek Tewari
একজন অ্যাপল কর্মকর্তা বিবেক তিওয়ারি। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্নৌতে সন্ত্রাসী ভেবে একজন অ্যাপল কর্মকর্তাকে গুলি করে হত্যা করল পুলিশ কনস্টেবল।

গতরাতে (২৮ সেপ্টেম্বর) ৩৮ বছর বয়সী বিবেক তিওয়ারি তার বান্ধবীকে নিয়ে গাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য: লক্ষ্নৌর অভিজাত গোমতিনগর এলাকার কাছে পুলিশ সেই ব্যক্তিকে প্রশ্ন করেন। কিন্তু, তিনি পালাতে গেলে তাকে সন্ত্রাসী ভেবে বসে তারা। তাই আত্মরক্ষার্থে ছোড়ে গুলি। এতে মারা যান সেই ব্যক্তি।

পরে অবশ্য পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা আনন্দ কুমার এ ঘটনাকে “আমাদের জন্যে লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছেন এর উচ্চ পর্যায়ের তদন্তের।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিবেক তার বান্ধবীকে নিয়ে রাত দেড়টার দিকে রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িতে ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত দুজন পুলিশ সদস্য তাদের কাছে আসে এবং প্রশ্ন করে। কিন্তু বিবেক গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে তা পুলিশের মোটরসাইকেলে ধাক্কা খায়।

বিবেকের বান্ধবী বলেন, এমন সময় গুলির শব্দের মতো শব্দ কানে আসে। গাড়ির গতি হঠাৎ বেড়ে গিয়ে ধাক্কা খায় সেখানকার ফ্লাইওভারের একটি পিলারে।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক বলেন, বিবেকের কানের কাছে গুলি লাগে। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

বিবেকের স্ত্রী এবং ১২ বছর ও সাত বছরের দুই মেয়ে রয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Iran fires back at Israel after onslaught targets nuclear facilities

Air raids sirens and explosions rang out across Israel after Prime Minister Benjamin Netanyahu took to the airways to issue a word of caution, saying he expected "several waves of Iranian attacks" in response

10m ago