‘এর চেয়ে বেশি মজার ফাইনাল আর হতে পারে না’

papon

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে ভারত। তবে এর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে দলটিকে। অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। কিন্তু বাংলাদেশের পুঁজি ছিল মাত্র ২২২ রানের। তাও ছিলেন না দলের সেরা খেলোয়াড়রা। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল কমই হয়েছে ক্রিকেটে। আর তাতেই মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

‘এটাই ক্রিকেট। তারপরও মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে যেভাবে লড়াইটা হয়েছে এবং একটা ফাইনালে এর চেয়ে বেশি মজাদার ফাইনাল তো আর হতে পারে না। যারা ক্রিকেট দেখে তারা বুঝে।’ – দেশের ফেরার আগে দুবাই বিমানবন্দরে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি।

ফাইনালের প্রশংসা করতে গিয়ে ম্যাচ চলাকালীন সময়ের আবহটাও তুলে ধরেন পাপন, ‘আমাদের সাথে সবাই বসে ছিল। ভারতীয় দর্শকরা ছিল, ওদের বোর্ডের কর্মকর্তারা ছিল, আমরা ছিলাম, কেউ কিন্তু একটা সময়ও নিশ্বাস ফেলার সময় পাচ্ছিল না। কি হবে কেউ বুঝতে পারছিল না। তবে আমাদের জন্য সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা হচ্ছে যে, বারবার ভারতের সাথেই কেন জানি শেষ মুহূর্তে গিয়ে আমরা হেরে যাচ্ছি, শেষ ওভার, শেষ বল। তবে ভালো খেলেছে এটা তো অস্বীকার করার উপায় নাই।’

আসরের শুরু থেকেই ব্যাটিংটা খারাপ হলেও বোলিং ও ফিল্ডিং ছিল প্রশংসা করার মতো। বিসিবি সভাপতিও বললেন একই কথা, ‘বোলিং ও ফিল্ডিং দুটোই আসলে আমার মনে হয়েছে এই টুর্নামেন্টে আমাদের বেশ উন্নতি করেছে। আগের খেলা গুলোতে দেখেছি যে, আমাদের মিডল অর্ডারই সবসময়ে রান দিয়েছে। দুর্ভাগ্যক্রমে এই ম্যাচটায় এত সুন্দর একটা শুরু হওয়ার পরেও, ১২০ রান করেছি কোনো উইকেট না হারিয়ে, এটা যে এভাবে ধসে পড়বে এটা আমাদের কল্পনাই ছিল না।’

দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপেই ফাইনালে হারল তিনবার। এছাড়া আরও বেশ কিছু প্রতিযোগিতায় হৃদয় ভেঙেছে টাইগারদের। তবে এবার ট্রফিটা টাইগারদের হাতেই তুলে দেবেন ভেবেছিলেন পাপন। তবে কেন হচ্ছে না তার কারণ বুঝতে পারছেন না তিনি।

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

26m ago