জাতীয় লিগের প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর

প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরান, রংপুরের আরিফুল হক। ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের জুবায়ের হোসেন লিখন।
Ariful Haque
ফাইল ছবি

দেশের চার ভেন্যু সোমবার শুরু হয়েছে ২০তম জাতীয় ক্রিকেট লিগ। প্রথম স্তরে খুলনা-রাজশাহী ও রংপুর -বরিশাল বিভাগ। দ্বিতীয় স্তরে একে অন্যের মুখোমুখি হয়েছে সিলেট-ঢাকা মেট্রো ও ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরান, রংপুরের আরিফুল হক। ৫ উইকেট নিয়েছেন চট্টগ্রামের জুবায়ের হোসেন লিখন।

খুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগ

ভেন্যু: শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী

টস: খুলনা টসে জিতে ব্যাটিং।

খুলনা বিভাগ: (প্রথম ইনিংস) ২১০/১০ (রবিউল ৩, এনামুল বিজয় ২৬, আফিফ ০, তুষার ১০৪, নুরুল ৪, মেহেদী ৭, সৌম্য ১৩, জিয়া ১, নাহিদুল ২৬, রাজ্জাক ৪; শফিউল ৫/৪৩, ফরহাদ ১/৬০, দেলোয়ার ২/৩৩, তাইজুল ০/৩৩, সানজামুল ২/২৫)

রাজশাহী বিভাগ:  (প্রথম ইনিংস)  ১২২/১ (প্রথম দিন শেষে) (শান্ত ৪৬, মিজানুর ব্যাটিং ৭৪, জুনায়েদ ব্যাটিং ১ ; আল-আমিন ০/২১, জিয়াউর ০/২০, রাজ্জাক ০/৪৩, সৌম্য ০/৯, মেহেদী ০/১২, নাহিদুল ০/১২, আফিফ ১/৫)

 

রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ

ভেন্যু: শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া।

টস: বরিশাল টস জিতে ফিল্ডিং।

রংপুর বিভাগ (প্রথম ইনিংস): ৩০০/৫ ব্যাটিং... (জাহিদ ৬২, মিম মোসাদ্দেক ৭, লিমন ৭, নাঈম ৯২, তানবীর ৯, আরিফুল ব্যাটিং ১১৭, সাজেদুল  ব্যাটিং ২ ; কামরুল ১/৬১, লিংকন ০/২৪, ইমন ১/২৪, সোহাগ গাজী ২/৮৮, ফজলে রাব্বি ০/২২, মনির ১/৬১, নুরুজ্জামান ০/১৪, আমিন ০/১, রাফসান ০/৪; )

সিলেট বিভাগ বনাম ঢাকা মেট্রো

ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

টস: সিলেট টসে জিতে ফিল্ডিং।

ঢাকা মেট্রো(প্রথম ইনিংস): ৩৩২/৪ (সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব ব্যাটিং ২৮, আশরাফুল ব্যাটিং ১ ; রাহি ১/৪৬, খালেদ ০/৪৮, এনামুল জুনিয়র ১/১১৮, এবাদত ০/৪০,  শাহানুর ২/৬২, অলক ০/১৫)

চট্টগ্রাম বিভাগ বনাম ঢাকা বিভাগ

ভেন্যু:  খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লাহ

টস: টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম।

ঢাকা বিভাগ (প্রথম ইনিংস): ২৩৮/১০ (মজিদ ৩,  রনি ৪৯, সাইফ ৩৪, শুভাগত ২৩, তাইবুর ৬৩, নাদীফ ১০, মোশাররফ ২২, শরিফ ৪, অনিক ০, নাজমুল ইসলাম অপু ২, শাহাদাত ১;  সাইফুদ্দিন ০/৩৬, হাসান ২/৩৬, ইরফান ০/১৭, নাঈম হাসান ৩/৭৪, লিখন ৫/৬১)  

চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস): ২৫/২ (সাদিক ব্যাটিং  ২৩, ইরফান ০, মুমিনুল ০, তাসামুল ব্যাটিং ২ ; শাহাদাত ২/১৮, শরিফ ০/৭)

 

Comments