বিপলুর গোলে লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের
মিডফিল্ডার বিপলু আহমেদের ঝলকে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ভরপুর গ্যালারির সামনে বাংলাদেশ খেলেছে দাপটের সঙ্গে। র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা লাওসের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এর আগের দুই দেখায় এক হার ও অন্যটি ছিল ড্র।
সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর দলে বেশ কয়েকটি বদল আনেন কোচ জেমি ডে। সাফে ‘হাস্যকর’ ভুল করা গোলরক্ষক শহিদুল আলমের জায়গায় এদিন শুরু থেকেই দারুণ খেলছেন আশরাফুল রানা।
অভিজ্ঞ মামুনুল ইসলামকে নামানো হয় একদম শেষ দিকে। তার জায়গায় আলো কেড়েছেন বিপলু। আক্রমণভাগের আরেক তারকা সাদ উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে যাওয়ায় তার জায়গায় নিজেকে চিনিয়েছেন রবিউল।
খেলার প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১১ মিনিটে বা দিক থেকে দুজনকে কাটিয়ে ঢুকে গিয়েছিলেন নাবিদ নেওয়াজ জীবন। কিন্তু তার শট চলে যায় বারের উপর দিয়ে। ২২ মিনিটে বিপলুর ক্রস থেকে রবিউল মাথা ছোঁয়ালেই এগিয়ে যেত বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে গোস মিসের সুযোগ। ৫৯ মিনিটে গিয়ে গোল পায় জামাল ভূঁইয়ার দল। জীবনের হেড থেকে জটলার মধ্যে বল পান বিপলু। তার শট গোলরক্ষক পা দিয়ে ঠেকানোর চেষ্টা করেও পারেননি।
শেষ পর্যন্ত একমাত্র গোল ধরে রেখেই জিতেছে বাংলাদেশ। শুক্রবার একই মাঠে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিলিপিন্সের মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা।
Comments