আসিয়ান চায় মিয়ানমার রাখাইন সহিংসতার কার্যকর তদন্ত করুক: সিঙ্গাপুর

নিপীড়নের মুখে রাখাইন রাজ্যে নিজেদের ঘর-বাড়ি ফেলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গাদের একটি দল। রয়টার্স ফাইল ছবি

কমিশন গঠন করে রাখাইনে সংগঠিত সহিংসতা নিয়ে কার্যকর তদন্ত করতে এবং দোষীদের উপযুক্ত বিচারের আওতায় আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সিঙ্গাপুর সরকার।

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে সাইডলাইন বৈঠকে রোহিঙ্গাদের ওপর সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানান আসিয়ানভুক্ত দেশের এসব মন্ত্রীরা। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ানবালাকৃষ্ণান এই সংকটকে ‘মানুষের তৈরি বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন।

গত বছর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিত সেনা অভিযান চালানো হয়। এতে প্রাণভয়ে অন্তত ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

মিয়ানমারের এই ধরণের অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘ। তবে মিয়ানমার বরাবরই এসব অভিযোগ আমলে না নিয়ে রোহিঙ্গাদের ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে নিজেদের অত্যাচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর প্রমাণ রয়েছে জানিয়ে জাতিসংঘ এর মধ্যেই দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করারও আহ্বান জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago