হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

আগের দিনই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ যুবদল। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়ে এদিনও দাপট দেখিয়েছেন তৌহিদ হৃদয়রা। লেগ স্পিনার রিশাদ হাসান ও রকিবুল হাসানের তোপে প্রতিপক্ষকে একশোর নিচে গুড়িয়ে অনায়াসে ম্যাচ জিতেছে তারা। জেতার পর সুখবর এসেছে গ্রুপের অন্য ম্যাচ থেকেও। শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
Under 19 bd
ছবি: রাজীব রায়হান

আগের দিনই  পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ যুবদল। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেয়ে এদিনও দাপট দেখিয়েছেন তৌহিদ হৃদয়রা। লেগ স্পিনার রিশাদ হাসান ও রকিবুল হাসানের তোপে প্রতিপক্ষকে একশোর নিচে গুড়িয়ে অনায়াসে ম্যাচ জিতেছে তারা। জেতার পর সুখবর এসেছে গ্রুপের অন্য ম্যাচ থেকেও। শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংকে ৯১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ১২ ওভার খেলেই ৫ উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় তৌহিদ হৃদয়ের দল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর হারালো হংকংকেও। ‘বি’ গ্রুপ থেকে পুরো ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় তাদের সঙ্গী বাংলাদেশ।

সকালে টস জিতে ব্যাট করতে নেমেছিল হংকং। কিন্তু স্বাগতিক বোলারদের সামনে তাদের দশা হয়েছে করুন। সর্বোচ্চ ১৬ রান করে করেছেন কালাহান চালু ও অদিত গোরাওয়ারার। সাতজন ব্যাটসম্যান ফেরেন দুই অঙ্কের আগেই।

হংকংকে কাবু করার নায়ক লেগ স্পিনার রিশাদ। মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও রকিবুল হাসান পেয়েছেন দুটি করে উইকেট।

পরের রাউন্ডে যেতে রানরেট বাড়ানোর তাড়না নিয়ে নেমেছিল বাংলাদেশ। শুরু থেকেই খেলতে থাকে আগ্রাসী হয়ে। এতে হারাতে হয় দ্রুত উইকেট। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিব্রতকর অবস্থাতেই পড়ে গিয়েছিল। সেখান থেকে আকরব আলির সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলকে নিরাপদ রাখেন মাহমুদুল। ২০ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৩২ করে অপরাজিত ছিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

হংকং অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৫ ওভারে ৯১ (হারপ্রিত ২, কালাহান ১৬, ওয়াজিদ ৫, আরশাদ ১০, গোরাওয়ারা ১৬, সোধি ১৩, ড্যানিয়েল ০, নসরুল্লাহ ১, হাসান খান ৫, মোহাম্মদ হাসান ৭*, রওনক ৫, শরিফুল ১/২২, মৃত্যুঞ্জয় ২/১৬, রকিবুল ২/১৭, মিজানুর ১/১৫, রশিাদ ৩/১১, শামিম ১/২, তৌহিদ ০/৩)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১১.২ ওভারে ৯২/৫ (তানজিদ ১৫, তৌহিদ ৫, শামিম ০, সাজিদ ৪, আকবর ২৫, মাহমুদুল ৩২*, শরিফুল ৪*; নসরুল্লাহ ৪/৩৯, মোহাম্মদ হসান ০/৯, রওনক ০/৮, আরশাদ ০/২৭, হাসান খান ১/৫)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী

 

 

Comments