রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে ভারত
আসামের শিলচর কারাগারে বন্দী সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে ভারত সরকার যে পরিকল্পনা করছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো সম্পর্কে তিনি বলেছেন, এরকম কিছু হলে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।
জেনেভা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, মধ্য রাখাইনের কাউক দাউ এলাকা থেকে যাওয়া এই সাত রোহিঙ্গাকে ৩ অক্টোবর ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর ২০১২ সাল থেকে আসামের কাছার জেলার শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন তারা।
বর্ণবাদ সম্পর্কিত জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার তেনদায়ি একুইমি বলেন, জাতিগত পরিচয় বিবেচনায় তাদের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। এই মানুষগুলো তাদের নিজের দেশে নিপীড়নের শিকার হয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তাদের ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি আরও বলেন, তারা যে এতদিন ধরে ভারতে বন্দী রয়েছেন সেটিও আমাকে শঙ্কিত করেছে। এ ধরনের ঘটনায় এত দীর্ঘ কারাবাসে নিষেধ রয়েছে। তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক ও অবিচার।
Comments