কোথায় হচ্ছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে?
গত আগস্টে মুম্বাইয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের বাগদানের পর শুরু হয়ে যায় তাদের বিয়ের আয়োজন। সেই আয়োজনটি এ বছর শেষ হওয়ার আগেই সারতে চান বহুল আলোচিত এই জুটি।
প্রেমিক নিককে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর আবার ভারত আসেন সাবেক এই বিশ্বসুন্দরী। আর ২ অক্টোবর তারা যান রাজস্থান রাজ্যের ‘ব্লু সিটি’ হিসেবে খ্যাত যোধপুর শহরে। এরপর, প্রশ্ন জাগে প্রিয়াঙ্কা-নিক কি তাদের বিয়ের অনুষ্ঠান বিখ্যাত ‘ব্লু সিটি’-তে আয়োজন করতে যাচ্ছেন?
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর জানায়, নতুন এই জুটি যোধপুরের মেহরানগড় দূর্গে কিছু সময় কাটিয়েছেন। সূত্র মতে, “একটি রাজকীয় বিয়ের অনুষ্ঠানের কথা ভাবছেন ‘মুঝে শাদি করগি’ অভিনেত্রী। সেদিক থেকে যোধপুরকে তাদের কাছে আদর্শ স্থান বলে মনে হতে পারে। তাদের বিবেচনায় আরও কয়েকটি জায়গা রয়েছে- যেমন উমাইদ ভবন প্রাসাদ।”
খুব শিগরিই বিয়ের স্থান চূড়ান্ত করা হবে বলেও মত প্রকাশ করে সেই সূত্র।
এরই মধ্যে, যুত্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানায়, “নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানে ভারতীয় ও আমেরিকান সংস্কৃতির মিশেল থাকবে। আর এ বিষয়ে ‘বেওয়াচ’ অভিনেত্রী বেশ সচেতন।”
আরও পড়ুন:
Comments