‘বাংলাদেশে সিনেমায় অনেক বাধা, তাই চলে যাচ্ছি’

কলকাতার সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশে আর বিনিয়োগ করবে না। এছাড়াও, শাকিব খানকে আর দেখা যাবে না তাদের চলচ্চিত্রে।
Shakib Khan and Ashok Dhanuka
শাকিব খান ও এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। ছবি: সংগৃহীত

কলকাতার সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশে আর বিনিয়োগ করবে না। এছাড়াও, শাকিব খানকে আর দেখা যাবে না তাদের চলচ্চিত্রে।

প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে বলেন, “বাংলাদেশে সিনেমা ব্যবসার ভবিষ্যৎ নেই, তাই প্রযোজনা থেকে সরে এসেছি। ওখানে কাজ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এতো বাধা নিয়ে ভালো ছবির কাজ করা সম্ভব না। বাংলাদেশে অনেক সংগঠন রয়েছে যারা কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।”

এছাড়াও, এসকে মুভিজের প্রযোজনায় কোনো ছবিতে দেখা যাবে না বাংলাদেশের শাকিব খানকে। এই বিষয়ে ধানুকা বলেন, “শাকিবের সঙ্গে নতুন কোনো ছবির কাজ হবে না। এখন তাকে ৬০ লাখ টাকা দিয়ে আমার পক্ষে ছবি করা সম্ভব না। কলকাতায় শাকিবকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু এতো টাকা নিলে কিভাবে কী করবো। তাই সব পরিকল্পনা বাদ দিয়েছি।”

এসকে মুভিজ প্রযোজিত যৌথ প্রযোজনার ছবিগুলো হলো- ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘অগ্নি’, ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ এবং ‘ভাইজান এলো রে’। এগুলোর মধ্যে কিছু সিনেমায় শাকিব খান অভিনয় করলেও তার পারশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

18m ago