এনামুলের অলরাউন্ড নৈপুণ্যের পরও বিপদে সিলেট
আগের দিন ৬ উইকেট নিয়ে বল হাতে অবদান রেখেছিলেন। দলের বিপদে ব্যাট হাতেও দাঁড়িয়ে গেলেন এনামুল হক জুনিয়র। প্রথম শ্রেণিরে নিজের প্রথম সেঞ্চুরির হাতছানি পেতে পেতে মিলিয়ে গেছে তা। এনামুলের এমন নৈপুণ্যের পরও তার দল সিলেট এড়াতে পারেনি ফলোঅন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ১৩২ রান নিয়ে শুরু করেন এনামুল-শাহানুর। স্বীকৃত ব্যাটসম্যান শাহানুর ফিরে যান তড়িৎ। এরপর টেল এন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়েন এনামুল।
এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ১৯৮ বলে ৯১ রানে শেষ হয় তার ইনিংস। থেকে যায় ৯ রানের আক্ষেপ।
সিলেটের ইনিংস মুড়ে দিতে সবচেয়ে অগ্রণী আরাফাত সানি। ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু করে সিলেট। মাত্র ১৪ রানেই ফিরে যান দুই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না , সায়েম আলম রিজভি ও ওয়ানডাউনে নামা শানাজ আলম।
চারে নামা জাকির হাসানের সঙ্গে ১২৪ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ রাজিন সালেহ। ৭২ রান করা জাকিরকে শেষ বিকেলে ফিরিয়ে দেন আসিফ হাসান।
৫৩ রান করা রাজিনের সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন অলক কাপালী।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪২৬
সিলেট ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৩২/৬) ৮২ ওভারে ২১৫ (সায়েম ১১, শানাজ ১৮, ইমতিয়াজ ১, জাকের ১৯, কাপালী ২, রাজিন ১, শাহানুর ৩৪, এনামুল জুনিয়র ৯১, আবু জায়েদ ১৫, খালেদ ০, এবাদত ১২*; শহিদুল ১/৪৫, অনিক ৩/২৫, সানি ৪/৬২, আশরাফুল ২/৩৬, আসিফ ০/২১, সৈকত ০/১৫, শামসুর ০/৪)
সিলেট ২য় ইনিংস: (ফলোঅনের পর) ৬১ ওভারে ১৪৯/৪ (ইমতিয়াজ ৮, সায়েম ২, শানাজ ৩, জাকির ৭২, রাজিন ৫৩*, কাপালী ৯*; শহিদুল ২/২২, আশরাফুল ০/২৩, সানি ১/৫৫, আসিফ ১/৩৪)
Comments