ফজলে মাহমুদ-গাজীর ব্যাটে বরিশালের পাল্টা জবাব

Fazle Mahmud Rabbi
ফজলে মাহমুদ রাব্বি

আরিফুল হকের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল রংপুর। জবাবে কম যায়নি বরিশালও। ফজলে মাহমুদ ও সোহাগ গাজীর দুই সেঞ্চুরিতে সমান তালে লড়ছে তারা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের করা ৫০২ রানের জবাবে তৃতীয় দিন শেষে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৪ রান। তিন দিন পরও ম্যাচের যা অবস্থা তাতে এই ম্যাচে ফল বের হওয়া তাই খুব কঠিন।

আগের দিনের ১ উইকেটে ৯১ রান নিয়ে দিন শুরু করা বরিশাল শুরুতেই হারায় ওপেনার রাফসানকে। বেশিক্ষণ টেকেননি আল-আমিন জুনিয়র ও সালমান হোসেন। তবে ফজলে মাহমুদের সঙ্গে জমে যান সোহাগ গাজী। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ২২৬ রানের জুটি।

জুটিতে আগ্রাসী ছিলেন সোহাগ। ১৫৪ বলে ১৫ চার আর দুই ছক্কায় ১২৮ রানে থামেন তিনি। তবে দিনশেষেও ধৈর্য্যের প্রতিক হয়ে ১৩০ রানে অপরাজিত আছেন ফজলে মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৫০২

বরিশাল ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৯১/১) ১১৯.১ ওভারে ৩৮৪/৫ (শাহরিয়ার ২৪, রাফসান ৫৯, মাহমুদ ১৩০*, আল আমিন জুনিয়র ১২, সালমান ১১, সোহাগ ১২৮, নুরুজ্জামান ১২*; শুভাশীষ ১/৪০, সাজেদুল ১/৫৩, সাদ্দাম ০/৫১, মাহমুদুল ২/৬৪, তানবীর ০/৬৮, আরিফুল ০/২৮, শুভ ১/৭১, নাঈম ০/৪)

 

 

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

1h ago