রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য ডিজিটাল নিরাপত্তা বিল বঙ্গভবনে

জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মতির জন্য বঙ্গভবনে পাঠানো হয়েছে। সংসদ সচিবালয় ও বঙ্গবভন সূত্রগুলো বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
Abdul Hamid
রাষ্ট্রপতি আবদুল হামিদ

জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মতির জন্য বঙ্গভবনে পাঠানো হয়েছে। সংসদ সচিবালয় ও বঙ্গবভন সূত্রগুলো বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক, সম্পাদক ও সুশীল সমাজের তীব্র আপত্তির পরও বিতর্কিত বিভিন্ন ধারা বহাল রেখে গত ১৮ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে পাস হয়। এমনকি সংসদের ভেতরেও আইনটির বিভিন্ন ধারা নিয়ে সমালোচনা হয়। 

আইনটির সমালোচকরা বলছেন, এই আইনের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের বাক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আইনটি অপপ্রয়োগের সমূহ আশঙ্কা রয়েছে বলে তারা আপত্তি জানিয়েছেন। এর মধ্যেই মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটিতে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

এর আগে ডিজিটাল নিরাপত্তা বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে চিঠি দিয়ে তারা বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানোরও আহ্বান জানান। অনুরূপ আহ্বান জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago