ইনিংস ব্যবধানেই হারল সিলেট

তৃতীয় দিন শেষেই ইঙ্গিত মিলছিল এমন কিছুরই। তবে প্রতিরোধ গড়ে ম্যাচটা লম্বা করতে পারতেন রাজিন সালেহ, অলক কাপালীরা। কিন্তু চতুর্থ প্রথম সেশনেই গুড়িয়ে গেছেন তারা। সিলেটপকে ধসিয়ে দিয়েছেন মূলত ঢাকার দুই স্পিনার আরাফাত সানি ও আসিফ হাসান।

তৃতীয় দিন শেষেই ইঙ্গিত মিলছিল এমন কিছুরই। তবে প্রতিরোধ গড়ে ম্যাচটা লম্বা করতে পারতেন রাজিন সালেহ, অলক কাপালীরা। কিন্তু চতুর্থ প্রথম সেশনেই গুড়িয়ে গেছেন তারা। সিলেটপকে ধসিয়ে দিয়েছেন মূলত ঢাকার দুই স্পিনার আরাফাত সানি ও আসিফ হাসান।

বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের ম্যাচ ঢাকা মেট্রো জিতেছে ইনিংস ও ৪১ রানে।

৪ উইকেটে ১৪৯ রান নিয়ে দিন শুরু করে সিলেট। কিন্তু আর মাত্র ২১ রান যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে বসে সিলেট।  দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অলক আর রাজিন শুরুতেই ফেরার পর আর কেউ দাঁড়াতেই পারেননি।

প্রথম ইনিংসে ৯১ রান করা এনামুল এবার আউট হন ২ রান করে। আরাফাত সানি ৬৩ রানে ৩ ও আসিফ হাসান ৪৪ রানে পান ৫ উইকেট।

প্রথম ইনিংসে ১৫৭ রান করা ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম হয়েছেন ম্যাচ সেরা। 

সংক্ষিপ্ত স্কোর: 

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪২৬

সিলেট ১ম ইনিংস: ২১৫

সিলেট ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৪৯/৪) ৭২.৪ ওভারে ১৭০ (ইমতিয়াজ ৮, সায়েম ২, শানাজ ৩, জাকির ৭২, রাজিন ৬০, কাপালী ১৬, শাহানুর ৪, এনামুল জুনিয়র ২, আবু জায়েদ ০, এবাদত ০, খালেদ ০*; শহিদুল ২/২২, আশরাফুল ০/২৩, সানি ৩/৬৩, আসিফ ৫/৪৪, অনিক ০/১৪)

ফল: ইনিংস ও ৪১ রানে জয়ী ঢাকা মেট্রো

ম্যান অব দা ম্যাচ: সাদমান ইসলাম

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago