শেষ দিনে সেঞ্চুরি পেলেন এনামুল-সৌম্য
খুলনা-রাজশাহীর ম্যাচে যেন বসেছিল সেঞ্চুরির মেলা। রান বন্যার ম্যাচে নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছেন সৌম্য সরকারও। নিষ্প্রাণ ড্র ম্যাচের শেষ দিনের বলার মত ঘটনা হলো তার ঝড়ো সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি তুলেছেন এনামুল হক বিজয়ও।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চারদিনের ম্যাচে দুদল মিলিয়ে শেষ করতে পেরেছে তিন ইনিংস। তাতেই এসেছে মোট ছয় সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। আগের দিনের ইনিংসকে নিয়ে গেছেন দেড়শও ছাড়িয়ে।
প্রথম ইনিংসে খুলনার ২১০ রানের জবাবে রাজশাহী করেছিল ৫৫২ রান। দ্বিতীয় ইনিংসে তুষার ইমরান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৬৭ রান তুলার পর শেষ হয় ম্যাচ।
দ্বিতীয় ইনিংসে তাই আর ব্যাট করার সুযোগই পায়নি রাজশাহী। দিনের শুরু থেকেই আস্থার সঙ্গে খেলতে থাকেন এনামুল ও তুষার। ২৩৯ বলে ১১৩ রান করে এনামুল ফেরেন ফরহাদ হোসেনের বলে। তুষার তার ইনিংস করেছেন আরও বড়। ২২৯ বলে ২১ চার আর ১ ছক্কায় ১৫৯ রান করে থামেন তুষার।
শেষ দিকে শুরু হয় সৌম্যের ঝড়। ১২০ বলে ৮ চার আর ৭ ছক্কায় সৌম্য ১০৩ রানে পৌছার পরই দুদল মেনে নেয় ড্র।
Comments