পৃথ্বী শ’র শোতে ভারতের দিন
অভিষেক টেস্ট খেলতে নেমেই দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন পৃথ্বী শ। চেতশ্বর পূজারা গিয়েছিলেন আরেকটি সেঞ্চুরির কাছে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন বিরাট কোহলি। এতসব নৈপুণ্যের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।
বৃহস্পতিবার রাজকুটে ভারত ৪ উইকেটে ৩৬৪ রান তুলে দিন শেষ করেছে। ৯৯ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা শ আউট হয়েছেন ১৫৪ বলে ১৩৪ রান করে। পুজারা ৮৬ আর রাহানে ফেরেন ৪১ রান করে। ঋষভ পান্ত (১৭) কে নিয়ে ৭২ রানে অপরাজিত আছেন কোহলি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট খুইয়েছিল ভারত। এরপরই দাপট শুরু পৃথ্বীর। দারুন সব শটে ১৯ পেরুনো এই তরুণ চিনিয়েছেন নিজের জাত। আগ্রাসী ব্যাট করে ভারতের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরিতে পৌঁছান তিনি। পুজারার সঙ্গে গড়ে তুলেন ২০৬ রানের জুটি। ৮৬ রান করা পুজারার আউটেই ভাঙে এই জুটি।
দলের ২৩২ রানে গিয়ে ইনিংস থামে পৃথ্বীর। লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বলে আউট হওয়ার আগে এই ডানহাতি ব্যাটসম্যান মেরেছেন ১৯টি চার।
Comments