পেলে কি মেসি-রোনালদো বিতর্ক থামিয়ে দিলেন?

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো? এ নিয়ে বিতর্ক গত এক দশক থেকেই। দুই জনই নিজ নিজ ক্লাবের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন। তাই এ বিতর্কে কূল কিনারা খুঁজে পাচ্ছেন না বড় বড় ফুটবল বোদ্ধারাই। তবে সম্প্রতি ফুটবলের রাজা খ্যাত তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জানালেন নিজের মতামত। তাতে কি থামবে এ বিতর্ক?

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো? এ নিয়ে বিতর্ক গত এক দশক থেকেই। দুই জনই নিজ নিজ ক্লাবের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন। তাই এ বিতর্কে কূল কিনারা খুঁজে পাচ্ছেন না বড় বড় ফুটবল বোদ্ধারাই। তবে সম্প্রতি ফুটবলের রাজা খ্যাত তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জানালেন নিজের মতামত। তাতে কি থামবে এ বিতর্ক?

পেলে না ম্যারাডোনা সেরা এ নিয়েও বিতর্ক রয়েছে। তবে ব্যক্তিগত কিংবা দলীয় অর্জন দুই দিকেই এগিয়ে পেলে। তাই এ বিতর্কে অধিকাংশ বোদ্ধারাই পক্ষ নেন ব্রাজিলিয়ান তারকার পক্ষেই। সেই পেলেকেই জিজ্ঞাসা করা নিজের দলে মেসি-রোনালদোর মধ্যে একজনকে নিতে হলে কাকে নিবেন? পেলের তড়িৎ উত্তর, ‘মেসি।’

আর মেসিকে কেন দলে নিবেন তার ব্যাখ্যাও করেন এ কিংবদন্তি, ‘যদি আমার নিজের দলের কথা বলেন তাহলে আমি রোনালদোর চেয়ে মেসিকেই বেছে নিতে পছন্দ করব। মেসি এবং রোনালদোর মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন। মেসি রোনালদোর চেয়ে সম্পূর্ণ আলাদা একজন খেলোয়াড়। অনেকেই আমার সঙ্গে জর্জ বেস্টের তুলনা করে থাকেন কিন্তু আমাদের খেলার ধরণ সম্পূর্ণ ভিন্ন। রোনালদো মূলত একজন স্ট্রাইকার যেখানে মেসি অনেক বেশি গোছানো একজন ফুটবলার ’

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ১৯৫৮ ও ১৯৬২ সালের পর ১৯৭০ সালে জিতে জুলেরিমে ট্রফি নিজেদের করে নেওয়ার মূল কারিগরই ছিলেন পেলে। এরপর কেটে গেছে প্রায় অর্ধ শতাব্দী। ফুটবলও বলদেছে অনেক। তবে খুব বেশি বদল দেখছেন না পেলে, ‘মাঠের ভিতর ফুটবল মনে হয় না খুব বেশি বদলেছে। সবচেয়ে বদল হলো সুযোগ সুবিধায়। আমাদের সময় এতোটা সুবিধা ছিল না। এতো সুযোগ নিয়ে এ সময়ে আমি খেললে দুই হাজারের বেশি গোল দিতাম।’

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

31m ago