সেন্ট মার্টিনকে নিজের ভূখণ্ড দেখানোয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে মিয়ানমার তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে উপস্থাপন করায় সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এমন কাজের জন্য বাংলাদেশের পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিটের প্রধান রিয়ার এডমিরাল এম. খুরশেদ আলম মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লুইন ও’কে তলব করে তার হাতে প্রতিবাদ লিপি তুলে দেন।
সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানোর কথা স্বীকার করে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, ভুলবশত এটি হয়ে গেছে। একজন কূটনীতিক বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।
Comments