বিএসএমএমইউতে খালেদা জিয়া
চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শনিবার বিকেলে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জানান, খালেদা জিয়াকে বহনকারী একটি গাড়ি বেলা ৩ টা ১০ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে আসে। ৩ টা ৪০ মিনিটের দিকে এটি বিএসএমএমইউ’র ফটকে গিয়ে পৌঁছায়।
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে, গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিএসএমএমইউতে ভর্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ওইদিন একটি রিট আবেদনের প্রেক্ষিতে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে তার চিকিৎসা শুরু করতে সরকারকে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করারও নির্দেশ দেন আদালত।
সূত্র জানায়, খালেদা জিয়ার জন্য গতকাল দুটি কেবিন খালি করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই দিনই তাকে ঢাকায় নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
Comments