এবার অভিযোগের তীর ছুড়লেন কঙ্গনা রানাউত

Kangana Ranaut and Vikas Bahl
পরিচালক বিকাশ বাহলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

বলিউডে নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগ যেনো থামছেই না। অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ নিয়ে যখন সরগরম ফিল্মিস্তান তখন নতুন করে অভিযোগের তীর ছুড়লেন দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

আজ (৭ অক্টোবর) এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, “গতকাল ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে অভিনেত্রী কঙ্গনা বলেছেন- যখনই ‘কুইন’ পরিচালক বিকাশ বাহলের সঙ্গে দেখা হয়েছে এবং সামাজিকতা মেনে আমরা একে অপরকে অভিবাদন জানিয়েছি তখনই তিনি আমার সঙ্গে এমন আচরণ করেছেন যা খুবই অসঙ্গত। আসলে তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরতেন এবং আমার চুলের ঘ্রাণ নিতেন।”

বিকাশের হাত থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে হতো বলেও মন্তব্য করেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-অভিনেত্রী।

২০১৪ সালে পরিচালক বিকাশের ‘কুইন’ সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। সেসময় শুটিং সেটেও তাকে যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিলো বলেও গণমাধ্যমকে জানান তিনি। কঙ্গনা বলেন, “যখন আমরা ‘কুইন’-এ কাজ করছিলাম তখন বিকাশ সদ্য বিয়ে করেছেন।… প্রতি রাতেই তিনি পার্টি দিতেন। আর আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম বলে আমাকে বেশ লজ্জা দিতেন তিনি। বলতেন- এতো শীতল ভাব দেখানো ভালো না।”

উল্লেখ্য, পরিচালক বিকাশের বিরুদ্ধে অপর এক নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ তুললে কঙ্গনা সেই নারীর প্রতি সমর্থন জানাতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সংবাদমাধ্যমটির কাছে। জানান, বিকাশের হাতে হয়রানির শিকার হতে হয়েছে তাকেও। আরও বলেন, সেই নারীর প্রতি সমর্থন জানানোর কারণে নতুন একটি ছবিতে কাজ করার কথা হলেও এখন সরে গিয়েছেন বিকাশ।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago