ইয়াবা ব্যবসায়ীদের জন্যে মৃত্যুদণ্ড অনুমোদন করল মন্ত্রিসভা
ইয়াবা ব্যবসায়ীদের জন্যে মৃত্যুদণ্ডের বিধান রেখে আজ (৮ অক্টোবর) মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা।
কারো কাছে পাঁচ গ্রামের কম পরিমাণের ইয়াবা মাদক পাওয়া গেলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়ায়।
আর পাঁচ গ্রামের বেশি ইয়াবা মাদক পাওয়া গেলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সচিব শফিউল আলম এক সংবাদ সম্মেলনে আজ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই খসড়া আইনটি তৈরি করেছে।
Comments