নাটমণ্ডলে ‘ম্যাকবেথ’-এর ৮ প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’। নাটকটি নির্দেশনা দিচ্ছেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।
আজ ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনয়ে ‘ম্যাকবেথ’-এর মোট আটটি প্রদর্শনী হবে। আগামী ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ১২ ও ১৩ অক্টোবর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।
‘ম্যাকবেথ’-এর প্রতিটি প্রদর্শনীতে আসন থাকবে ৮৫টি। এর টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ এবং ২০০ টাকা।
নাটকটি প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন দ্য ডেইরি স্টার অনলাইনকে বলেন, “এই আততায়ী সময়ে আমাদের জীবন, দেশ, পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাাত্ত্বিক নাটকটিতে শেক্সপীয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে ওঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম-এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি। এই নিয়তি থেকে কি আমাদের নিস্তার নেই?- এসব প্রশ্ন মোকাবিলা করতেই থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ নাটকটি মঞ্চে আনছে।”
নাটকটির পরিকল্পনা সহযোগীতায় রয়েছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান এবং মহসিনা আক্তার।
Comments