সাংবাদিকদের স্মৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনাসহ দলটির নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চলানো হয়। এতে প্রাণ হারান মোট ২৪ জন ও আহত হন আরও তিন শতাধিক মানুষ।
হামলার সময় আরও অনেক সাংবাদিকের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ ফটোগ্রাফার আনিসুর রহমান ও এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপারসন জাকির হোসেন মিঠু। খুব কাছ থেকে দেখা সেদিনের মৃত্যুর মিছিলের কথা জানিয়েছেন তারা।
Comments