ধর্ষণের অভিযোগে রোনালদোকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

শুরু থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে বসে নেই জার্মান সংবাদমাধ্যম ‘ডার স্পেইগেল’। নয় বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগার সঙ্গে করা গোপন চুক্তিপত্র প্রকাশ করেছে তারা। আর তাই খুব শিগগিরই এ পর্তুগিজ তারকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবে লাস ভেগাস পুলিশ। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য মিরর।
ভেগাস পুলিশের একজন মুখপাত্র মিরর অনলাইনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এখনও জানি না এটা (জিজ্ঞাসাবাদ) কখন হবে... তবে এক পর্যায়ে অবশ্যই তার কথা শুনতে হবে।’ এছাড়া কথিত ধর্ষণ করার সময়ে মায়োরগার পরিধান করা বস্ত্র এখনও তার কাছে আছে বলেও জানায় পুলিশ।
২০০৯ সালে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন মায়োরগা। এ নিয়ে ‘ডার স্পেইগেল’ গত বছরই সংবাদ প্রকাশ করেছিল। তবে মায়োরগার অনুমতি না মেলায় এ নিয়ে বেশি দূর এগোয়নি সংবাদমাধ্যমটি। তবে গত বছর হ্যাশট্যাগ ‘মি টু’আন্দোলনে নিজের পরিচয় প্রকাশের সাহস পেয়েছেন বলে জানিয়েছেন মায়োরগা। এরপর আবারও ফলাও করে ছাপানো হয়েছে সে ঘটনা।
আগেই জানানো হয়েছিল ধর্ষণের পর সে ঘটনা গোপন রাখতে ৩ লাখ ৭৫ হাজার ডলারে সমঝোতা করেন রোনালদো। এদিন সেই চুক্তিপত্রও প্রকাশ করেছে ‘ডার স্পেইগেল’। সে সময়ে পুলিশ ও আইনজীবীদের কী ভূমিকা ছিল তাও প্রকাশ করেছে তারা। আর সে চুক্তিপত্র যে সত্য তা বেশ দৃঢ়তার সঙ্গেই বলছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনও রোনালদো কিংবা তার আইনজীবীর কাছ থেকে কোন মন্তব্য আসেনি।
এদিকে এমন অভিযোগের পরও বেশ খোশ মেজাজেই আছেন রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে লিসবনে একটি বারের ছাদে আগের দিন আন্দন্দমুখর সময় কাটাতেই দেখা গেছে তাকে। পর্তুগালের রাজধানীর একটি অভিজাত হোটেলের নবম তলায় পেন্টহাউজ ভাড়া করে আছেন ৩৩ বছর বয়সী এ খেলোয়াড়। তবে গোপনে তিনি তার আইনজীবীর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম মিরর।
উদিনেসের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ব্যক্তিগত বিমানে চড়ে রোববার লিসবনে পা রাখেন রোনালদো। কদিন আগে প্রস্তুতি ম্যাচে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ছিলেন না রোনালদো। এমনকি নভেম্বরে পোল্যান্ডের সঙ্গে আবার মোকাবেলা ও ইতালির বিপক্ষেও খেলছেন না তিনি। তবে ২০ অক্টোবর আবার জুভেন্টাসের হয়ে মাঠে নামবেন এ তারকা।
এদিকে পর্তুগালের সংবাদমাধ্যম দৈনিক কোরেইয়ো দা মানহা জানিয়েছে, নিজেকে রক্ষা করতে ব্যাপকভাবে প্রস্তুত হচ্ছেন রোনালদো। শুরু থেকেই ধর্ষণের সংবাদকে ‘মিথ্যা সংবাদ’ বলে আসছেন রোনালদো। পাশাপাশি এ সংবাদকে ‘ঘৃণ্য অপরাধ’ও বলেছেন তিনি।
তবে দুঃসময়ে পরিবারকে পাশে পাচ্ছেন এ পর্তুগিজ। তার মা দোলোরেস ও বোন কাতিয়া তাকে সমর্থন দিচ্ছেন। সুপারম্যানের টুপি পরা রোনালদোর একটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে জানিয়েছেন, ‘আমি দেখতে চাই, কার এতো সাহস আছে এ ছবিটি এক সপ্তাহের জন্য প্রোফাইল ছবি বানায় এবং তাকে সমর্থন করে।’
Comments