আহতদের স্মৃতিতে ভয়াল ২১ আগস্ট
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিলো একটি সন্ত্রাসবিরোধী সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাকে ও দলটির নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চলানো হলে প্রাণ হারান মোট ২৪ জন এবং আহত হন আরও তিন শতাধিক মানুষ।
ঢাকার ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফরিদা মালেক, তিতাস গ্যাস কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্য আবুল হোসেন মোল্যা এবং ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহবুবা পারভিন বয়ে বেড়াচ্ছেন সেই দিনের ভয়াল স্মৃতি।
সেদিনের সেই হামলা থেকে বেঁচে যাওয়া সেই ব্যক্তিদের সঙ্গে কথা হয় স্টার লাইভ-এর। তারা জানান তাদের অভিজ্ঞতার কথা। আর তা শুনতে ক্লিক করুন ভিডিওটিতে।
Comments