পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

আবারো দুই ওপেনারের দুর্দান্ত শুরু। কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ইনিংস যেন অনেকটাই প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। পাকিস্তানের দেওয়া ৪৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান করেছে অসিরা।

আবারো দুই ওপেনারের দুর্দান্ত শুরু। কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ইনিংস যেন অনেকটাই প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। পাকিস্তানের দেওয়া ৪৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান করেছে অসিরা।

প্রথম ইনিংসে ১৪২ রানের জুটি গড়েছিলেন উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় ইনিংসেও পাহাড়সম লক্ষ্যে এমন কিছুরই ইঙ্গিত ছিল। কিন্তু দলীয় ৮৭ রানে ফিঞ্চের বিদায়ে ভাঙ্গে জুটি। তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ আব্বাস। এরপর কোন রান না তুলতেই দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শকেও আউট করেন আব্বাস। ফলে হঠাৎ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

তবে চতুর্থ উইকেটে খাজার সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর আশা জিইয়ে রেখেছেন ট্রাভিস হেড। ১২০ বল ৫০ রান করে অপরাজিত আছেন খাজা। ২৪ রান নিয়ে তার সঙ্গে উইকেটে আছেন হেড। এছাড়া ফিঞ্চ খেলেছেন ৪৯ রানের ইনিংস। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ২৬ রানের খরচায় ৩টি উইকেটই তুলে নিয়েছেন।

এর আগে আগের দিনের ৩ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান এদিন ৬ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ইমাম-উল-হক ৪৮, আসাদ শফিক ৪১, হারিস সোহেল ৩৯ ও বাবর আজম অপরাজিত ২৮ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জন হল্যান্ড ৩টি ও নাথান লায়ন ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর : (চতুর্থ দিন শেষে)

পাকিস্তান  :

প্রথম ইনিংস : ৪৮২

দ্বিতীয় ইনিংস : ৫৭.৫ ওভারে ১৮১/৬ (ডি.)(ইমাম ৪৮, হারিস ৩৯, শফিক ৪১, বাবর ২৮*; স্টার্ক ০/১৮, লায়ন ২/৫৮, সিডল ০/৩, হল্যান্ড ৩/৮৩, লাবুশেন ১/৯)।

অস্ট্রেলিয়া :

প্রথম ইনিংস : ২০২

দ্বিতীয় ইনিংস : ৫০ ওভারে ১৩৬/৩ (লক্ষ্য ৪৬২)(ফিঞ্চ ৪৯, খাজা ৫০*, শন মার্শ ০, মিচেল মার্শ ০, হেড ৩৪*; আব্বাস ৩/২৬, হাফিজ ০/১০, ইয়াসির ০/৪২, ওয়াহাব ০/১৩, বিলাল ০/৪০, হারিস ০/২)।  

Comments

The Daily Star  | English

Deadline for tax return filing extended by two months

The National Board of Revenue (NBR) extended the deadline today for the submission of income tax returns for individual taxpayers by two months to the end of January next year, according to an order issued today.

38m ago