বলিউডে যৌন নির্যাতন নিয়ে অমিতাভ বচ্চনের মন্তব্য

Amitabh Bachchan
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হেনস্তার অভিযোগ নিয়ে অনেকেই মন্তব্য করলেও মুখ বন্ধ রেখেছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অবশেষে সেই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্যে যেনো নীরবতা ভাঙ্গলেন বিগ বি।

আজ (১১ অক্টোবর) নিজের জন্মদিন উপলক্ষে এক টুইটার বার্তায় একটি নিউজ লিঙ্ক শেয়ার করেন অমিতাভ। সেটি আসলে একটি সংবাদমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে বলিউডে যৌন হয়রানি নিয়ে প্রশ্ন করা হলে এই কিংবদন্তী অভিনেতা বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব অসদাচরণের অভিযোগগুলোকে দ্রুত খতিয়ে দেখা।”

এর আগে অমিতাভ ‘রক’-অভিনেত্রী তনুশ্রী ও ‘সালাম বোম্বে’-অভিনেতা নানা পাটেকরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছিলেন। বলেছিলেন, “আমি তনুশ্রীও নই, নানা পাটেকরও নই। তাই আমি এ বিষয়ে কেমন করে মন্তব্য করি?”

ভারত সরকারের সর্বোচ্চ বেসরকারি খেতাবপ্রাপ্ত এই অভিনেতার এমন ভূমিকায় হতাশ হয়েছিলেন অভিযোগকারী অভিনেত্রী। বলেছিলেন, “হায়! এসব ব্যক্তিরাই সমাজের মানুষের মঙ্গলের জন্যে সিনেমা করেন। নির্যাতিত মানুষের পক্ষে তাদের দাঁড়ানোর অভিনয় দেখে দর্শকরা হাততালিও দেন। আর বাস্তব জীবনে যখন কোনো নির্যাতিত মানুষ তাদের সহযোগিতা আশা করে তখন তারা এমন গা ছাড়া মন্তব্য করে পার পেতে চান।”

এমন পরিস্থিতিতে অমিতাভ সেই সাক্ষাৎকারে বলেন, “কোনো নারীকেই খারাপ আচরণের মুখোমুখি করানো উচিত নয়। বিশেষ করে, তাদের কর্মস্থলে।… শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের শুরুতেই সামাজিক নীতি শিক্ষা দেওয়া উচিত।”

নারী ও শিশুদের সমাজের দুর্বল শ্রেণি হিসেবে উল্লেখ করে তাদের প্রতি সহানুভূতি দেখানোর পরামর্শ দেন এই ‘কুলি’-অভিনেতা।

আরও পড়ুন:

অবশেষে নীরবতা ভাঙ্গলেন হৃতিক রোশান

এবার অভিযোগের তীর ছুড়লেন কঙ্গনা রানাউত

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

3h ago