রাজনৈতিক নেতা জাহিদ হাসান!

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: স্টার

‘সাপলুডু’ ছবিতে এবার যুক্ত হলেন জাহিদ হাসান। কয়েকদিন আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির গল্পে ইরফান চরিত্রে অভিনয় করবেন তিনি।

গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম।

জাহিদ হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘সাপলুডু’ ছবির গল্প শুনে অনেক ভালো লেগেছে। এটি থ্রিলারধর্মী গল্প। ছবিতে ইরফান চরিত্রে অভিনয় করবো আমি। যে এলাকাটিকে ঘিরে সিনেমার গল্প, ওই এলাকার একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবো আমি।”

আগামী ২২ অক্টোবর ‘সাপলুডু’ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল।

Comments

The Daily Star  | English

Iran media report explosions in country's north

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago