যৌন নির্যাতনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললেন এম জে আকবর
বলিউডে চলমান যৌন নির্যাতনবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বেশ কয়েকজন নারী সাংবাদিকের অভিযোগের মুখে পদ না ছাড়ার সিদ্ধান্তেই অটল থাকলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আজ (১৪ অক্টোবর) বলা হয়, আকবর তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি, অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
আকবর বলেন, “জাতীয় নির্বাচনের কয়েকমাস আগে কেনো এমন অভিযোগ উঠলো? এর পেছনে কোনো কারণ রয়েছে কি? আপনারাই তা বিবেচনা করে দেখুন। এসব মিথ্যা, ভিত্তিহীন, অশোভন অভিযোগ আমার খ্যাতির অপূরণীয় ক্ষতি করেছে।… আমি এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিবো।”
যেসব নারী আকবরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের অধিকাংশই সাংবাদিক। অভিযোগকারীদের কেউ কেউ তার সহকর্মী ছিলেন। কেউ বা ছিলেন তার প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী।
ভারতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এবং ‘এশিয়ান এজ’-এর সাবেক সম্পাদক এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মূলত তরুণীরা, বিশেষ করে সাংবাদিকতায় আসা নতুন নারীরা। অনেকের অভিযোগ, অফিসকক্ষের দরজা বন্ধ করে আকবর নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।
গত ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি মুখ খোলার পর একে একে মুখ খুলতে শুরু করেন প্রেরণা সিং বিন্দ্রা, গাজালা ওহাব, সুতপা পল, আঞ্জু ভারতী, সুপর্ণা শর্মা, শুমা রাহা, মালিনী ভুপতা, কণিকা গাহলুত, কাদম্বরী এম ওয়াদে, মাজলি ডি পুইয়ে কাম্প এবং রুথ ডেভিড।
Comments