আমির, অক্ষয়, হৃতিকের পর বয়কটের ডাক দিলেন নারী নির্মাতারা

MeToo
ছবি: সংগৃহীত

বলিউডে যৌন নির্যাতনবিরোধী চলমান আন্দোলনের মুখে নির্যাতনকারীদের বয়কট করার ডাক দিয়েছেন ভারতের ১১ জন স্বনামধন্য নারী নির্মাতা। স্বাক্ষরসহ এক বার্তায় তারা ঘোষণা দেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের সঙ্গে তারা কোন কাজ করবেন না।

এর আগে, অভিনেতা আমির খান, অক্ষয় কুমার এবং হৃতিক রোশানসহ বলিউডের বেশ কয়েকজন যৌন নির্যাতনকারীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দেন।

আজ (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় চলচ্চিত্র নির্মাতা জয়া আখতার, গৌরি শিন্দে, কিরণ রাও প্রমুখ বলেন, বলিউডের উচিত যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের দাঁড়ানো এবং নির্যাতনকারীদের বয়কট করা।

এমন আহ্বানকারীদের তালিকায় আরও রয়েছেন পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব, কঙ্কণা সেন শর্মা, মেঘনা গুলজার, নন্দিতা দাশ, নিত্য মেহরা, রীমা কাগতি, রুচি নারাইন এবং সোনালী বোস।

তারা বলেন, “নারী ও চিত্রনির্মাতা হিসেবে আমরা নির্যাতনবিরোধী আন্দোলনকে সমর্থন করে যাচ্ছি। নির্যাতনের শিকার নারীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার জন্যে যে সাহসিকতা দেখিয়েছেন সে জন্যে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং তাদেরকে বলতে চাই যে- আমরা তোমাদের পাশে রয়েছি।”

নির্যাতিতাদের সাহসিকতার ফলে সমাজে পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, কর্মস্থলে সবার জন্যে নিরাপদ-সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে সমাজে সচেতনতা সৃষ্টি হোক- এমন ভাবনা থেকে নারী নির্মাতারা আজ সোচ্চার হয়েছেন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago