ছন্দ ধরে রাখলেন সৌম্য-এনামুল

আগের রাউন্ডে দুজনেই সেঞ্চুরি পেয়েছিলেন। সৌম্য সরকার আর এনামুল হক বিজয় সেই ছন্দ ধরে রাখলেন তৃতীয় রাউন্ডেও। দুজনেই পেয়েছেন ফিফটি। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়েছেন দুজনেই।
anamul-soumya

আগের রাউন্ডে দুজনেই সেঞ্চুরি পেয়েছিলেন। সৌম্য সরকার আর এনামুল হক বিজয় সেই ছন্দ ধরে রাখলেন তৃতীয় রাউন্ডেও। দুজনেই পেয়েছেন ফিফটি। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়েছেন দুজনেই।

খুলনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৭২ রান করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন সৌম্য। এনামুল ফিরেছেন ৫৬ রান করে।

টস হেরে ব্যাটিংয়ে গিয়েই ওপেনার রবিউল ইসলামকে হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে এনামুলের সঙ্গে যোগ দিয়ে হাল ধরেন সৌম্য। জাতীয় দল থেকে বাদ পড়া  দুজনের ১১১ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল স্বাগতিকরা।

হুট করে খেই হারিয়ে সেখান থেকে ছিটকে যায় খুলনার ইনিংস। এনামুল আর সৌম্যের আউটের পর হুড়মুড়িয়ে ধসে যায় মিডল অর্ডার। প্রথম রাউন্ডে জোড়া সেঞ্চুরি করা অভিজ্ঞ তুষার ইমরান ফেরেন ১২ রান করে। রান পাননি নুরুল হাসান সোহান, আফিফ হোসেনরা। দিনশেষে অবস্থা হতে পারত আরও খারাপ। জিয়াউর রহমান ও মেহেদী হাসান হাল ধরে দলকে নিয়ে যান নিরাপদ অবস্থার দিকে।

প্রথম স্তরের আরেক ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর সঙ্গে স্বাগতিকদের টসই হতে পারেনি বৃষ্টির বাগড়ায়।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৮৬ ওভারে ২৭২/৭ (রবিউল ১২, এনামুল ৫৬, সৌম্য ৭৬, তুষার ১২, সোহান ১০, আফিফ ১৫, জিয়াউর ৩৩*, মেহেদি ৩৭, রাজ্জাক ০*; সাজেদুল ৪/৫৭, রবিউল ০/৩২, সাদ্দাম ১/৪৯, সোহরাওয়ার্দী ০/২৭, সঞ্জিত ১/২৬, মাহমুদুল ০/৭)।

Comments