ঢাকা মেট্রোকে টানছেন জাবিদ

ব্যাটিং বিপর্যয়ে পড়া ঢাকা মেট্রোকে পথ দেখাচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান জাবিদ হোসেনের ব্যাট। শামসুর রহমানের ফিফটির পর চট্টগ্রামের বিপক্ষে তার ব্যাটেই লড়াই চালাচ্ছে মেট্রো।
সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৬৬ রান তুলেছে ঢাকা মেট্রো। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত আছেন জাবিদ। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ঠিক ৫০ রান করেছেন শামসুর।
টস হেরে ব্যাটিং পেয়ে দিনের শুরুটাই বিপর্যয়ে হয় মেট্রোর। ওপেনার মোহাম্মদ নাঈম ফেরেন মাত্র ৯ রান করেই। আগের দুই রাউন্ডে সেঞ্চুরি পাওয়া সাদমান থামেন ৩৬ রানে। সবচেয়ে হতাশ করেছে মেট্রোর মিডল অর্ডার। দুই অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন জুনিয়র কোন রানই করতে পারেননি। মাত্র ১০ রান করে আউট হন সৈকত আলি। ফিফটির পর পরই আহত হয়ে শামসুরকে মাঠ ছাড়তে হয়।
৯৯ রানে ৪ উইকেট খুইয়ে তাল হারানো ঢাকার ইনিংসে হাল ধরেন জাবিদ। শরিফুল্লাহর সঙ্গে ৭৪ রানে জুটির পর তাসকিন আহমেদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ৫০ রান যোগ করেছেন তিনি।
কক্সবাজারে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বৃষ্টির দাপটে টস হয়নি সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচের।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৬/৬ (সাদমান ৩৬, নাঈম ৯, শামসুর ৫০* আহত অবসর, আশরাফুল ০, মেহরাব জুনিয়র ০, সৈকত ১০, জাবিদ ৭৯*, শরিফউল্লাহ ৪৫, তাসকিন ২১*; ইয়াসিন ০/৫২, রানা ০/২৬, মাহমুদ ২/৭৩, নাঈম ১/৬১, শাখাওয়াত ২/৩৬, মুমিনুল ০/৭)
Comments