অবশেষে পদত্যাগ করলেন এম জে আকবর

মাত্র দুদিন আগে বিদেশ সফর থেকে নতুন দিল্লিতে ফিরে বেশ দাপট দেখিয়েছিলেন তিনি। বলেছিলেন, অভিযোগ ‘ভিত্তিহীন’। পদত্যাগ করবেন তো নাই, উল্টো হুমকি দিয়েছিলেন- অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান সাংবাদিক এম জে আকবর।
MJ Akbar
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এম জে আকবর। ছবি: রয়টার্স ফাইল ফটো

মাত্র দুদিন আগে বিদেশ সফর থেকে নতুন দিল্লিতে ফিরে বেশ দাপট দেখিয়েছিলেন তিনি। বলেছিলেন, অভিযোগ ‘ভিত্তিহীন’। পদত্যাগ করবেন তো নাই, উল্টো হুমকি দিয়েছিলেন- অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান সাংবাদিক এম জে আকবর।

অবশেষে গণেশ উল্টালো বটে। পদত্যাগ করলেন আকবর। অন্তত ২০জন নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এক সংক্ষিপ্ত বার্তায় আজ (১৭ অক্টোবর) আকবর বলেন, “যেহেতু আমি বলেছিলাম আইনের আশ্রয় নিব, তাই মনে করছি পদ ছেড়ে তবেই সেই কাজটি করবো।”

সেই কারণেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই বার্তায় উল্লেখ করেন তিনি।

এছাড়াও, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্যে।

মূলত তরুণীরা, বিশেষ করে সাংবাদিকতায় আসা নতুন নারীরা এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি তখন ভারতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এবং ‘এশিয়ান এজ’-এর সম্পাদক ছিলেন। অভিযোগকারীদের কথায় জানা যায়, অফিসকক্ষের দরজা বন্ধ করে আকবর তাদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি মুখ খোলার পর একে একে মুখ খুলতে শুরু করেন প্রেরণা সিং বিন্দ্রা, গাজালা ওহাব, সুতপা পল, আঞ্জু ভারতী, সুপর্ণা শর্মা, শুমা রাহা, মালিনী ভুপতা, কণিকা গাহলুত, কাদম্বরী এম ওয়াদে, মাজলি ডি পুইয়ে কাম্প, রুথ ডেভিড প্রমুখ।

আরও পড়ুন:

যৌন নির্যাতনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললেন এম জে আকবর

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago