আইয়ুব বাচ্চু আর নেই

আইয়ুব বাচ্চু আর নেই
আইয়ুব বাচ্চু। স্টার ফাইল ছবি

চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ও রক ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। আজ সকাল সোয়া ৯টার দিকে মগবাজারের বাসা থেকে নিথর অবস্থায় স্কয়ার হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চুর বয়স হয়েছিল ৫৬ বছর।

স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত তারিক আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালে চট্টগ্রামে। ১৯৭৮ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যান্ড সংগীত চর্চা করছিলেন। ফিলিংস নামের একটি ব্যান্ড দিয়ে ক্যারিয়ারের সূচনা আইয়ুব বাচ্চুর। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন এলআরবি। নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড দলে লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তার স্বজন, সহশিল্পী, সহকর্মী ও ভক্তদেরদরে মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Read More: Life of a legend​

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

14h ago