শুক্রবার জানাজা, শনিবার দাফন

প্রখ্যাত ব্যান্ডসংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা নামাজ আগামীকাল (১৯ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ayub bachchu, আইয়ুব বাচ্চু, ব্যান্ডসংগীতশিল্পী, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই, আইয়ুব বাচ্চু আর নেই, কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু,
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ব্যান্ডসংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা নামাজ আগামীকাল (১৯ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আজ স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ কথা জানান।

তিনি বলেন, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা নামাজ আগামীকাল বাদ জুমা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর, মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।

চট্টগ্রামে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুর দাফন হবে বলেও উল্লেখ করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এছাড়াও, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত শিল্পীর প্রতি সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে তার মরদেহ আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। এরপর, মরদেহ জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে।

Read More: Life of a legend​

Comments