সাকিব-তামিম না থাকা রোডসের কাছে ইতিবাচক
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ খেলতে নামছে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই। চোটের কারণে নেই তারা দুজন। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এই দুজনের না থাকায় খুঁজে পাচ্ছেন ইতিবাচক দিক। তার মতে অন্যদের ঝালাই করে নেওয়ার এইতো সুযোগ।
বৃহস্পতিবার জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড নিয়ে স্কিল ট্রেনিং চালিয়েছেন রোডস। আঁটছেন পরিকল্পনা। দলে থাকা নতুন মুখ, তরুণ ক্রিকেটারদের কীভাবে কাজে লাগাবেন ভেবে নিচ্ছেন তাও। বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে সাকিব, তামিমের না থাকাতে তো সমস্যা নেইই, বরং দলের গভীরতা বাড়াতে ইতিবাচক লাগছে রোডসের কাছে, ‘আমি ইতিবাচকভাবে দেখছি। এটা অন্যদের জন্যে সুযোগ। যদি তারা সেই সুযোগ নিতে পারে তাহলে বোঝা যাবে আমাদের দলে গভীরতা আছে। যদি প্রতিযোগিতা থাকে তাইলে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটা স্বাস্থ্যকর ব্যাপার। আমরা গভীরতা বাড়াতে চাই।’
সাকিব না থাকলে তার ব্যাটিং, বোলিং দুই জায়গার অভাব নিয়ে ভাবতে হয় বাংলাদেশকে। বোলিংয়ে সে অভাব পূরণ করতে কয়েকজনের দিকে তাকিয়ে রোডস, ‘অপু কোয়ালিটি স্পিনার। টি-টোয়েন্টিতে সে প্রমাণ করেছে, ওয়ানডেতেও সে ভালো করবে। অপু খেললে আমাদের একাদশে দুজন কোয়ালিটি স্পিনার থাকছে। এছাড়া সবাই যেভাবে ভাবে তারচেয়েও ভালো স্পিনার রিয়াদ। ফজলে রাব্বি খেললেও সে কয়েক ওভার করে দিতে পারে।’
‘সাকিব অবিশ্বাস্যভাবে একজন ভালো স্পিনার, ব্যাটসম্যান, ফিল্ডার ও পরিকল্পক। তার জায়গা পূরণ হওয়ার মতো নয়। তবে মেহেদীর জন্যে বাড়তি দায়িত্ব নেওয়ার সময় এখন।’
Comments