শেষ দিনে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি

বরিশালে চারদিনের ম্যাচে খেলাই হয়েছে দুদিন। ম্যাচের ফল নিয়ে তাই কারো ভাবনাও ছিল না। দেখার ছিল ব্যক্তিগত নৈপুণ্যে কে কতটা তুলে ধরতে পারেন। তাতে চওড়া হাসি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের। অনেকদিন পর প্রথম শ্রেনীতে সেঞ্চুরি পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে দুদিনের অবশ্য প্রায় তিন ইনিংস খেলা হয়েছে। বরিশালের ১৩৩ রানের জবাবে রাজশাহী গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে নাফীসের সেঞ্চুরিতে বরিশাল ৭ উইকেটে ২২৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুদল।
ক্যারিয়ারে চতুর্দশ সেঞ্চুরি করা নাফীস আউট হন ১০২ রান করে। ১৬১ বলের ইনিংসে ১২ চার আর তিন ছক্কা মেরেছেন অভিজ্ঞ নাফীস। ওয়ানডাউনে নামা শামসুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৬২ রানের ইনিংস। বাদ বাকি আর কেউই মেলে ধরতে পারেননি নিজেদের। তাতে অবশ্য বড় কোন সমস্যা হয়নি বরিশালের।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১৩৩
রাজশাহী ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ১২৫/৯) ৪৩.৪ ওভারে ১৫৫ (মুক্তার ৫৯*, গাফ্ফার ৭; রাব্বি ২/৪৫, সোহাগ ৩/৪১, তানভীর ৩/৪২, মনির ২/১৫, মোসাদ্দেক ০/১)
বরিশাল ২য় ইনিংস: ৭৫ ওভারে ২২৯/৭ (শাহরিয়ার ১০২, রাফসান ৯, শামসুল ৬২, আল আমিন জুনিয়র ১২, মোসাদ্দেক ১০, সোহাগ ১১, নুরুজ্জামান ৩, রাব্বি ৯, সালমান ০; রেজা ০/৩২, মুক্তার ০/২১, গাফ্ফার ০/২৯, তাইজুল ৩/৫৫, সানজামুল ০/৫২, ফরহাদ ১/১৩, সাব্বির ৩/১৯)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: মুক্তার আলী
Comments